রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্যসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির ২০২৬ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) হিসেবে সিবগাতুল্লাহ সিবগা নির্বাচিত হয়েছেন। সদস্যদের ভোটের ভিত্তিতেই এই নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তিনটি শর্ত মানলে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে জামায়াত নির্বাচনী সমঝোতায় যেতে প্রস্তুত। শর্তগুলো হলো—দুর্নীতি না করা, দুর্নীতিবাজদের প্রশ্রয় না দেওয়া এবং সমাজের সর্বস্তরে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা, যেখানে কোনো রাজনীতিবিদ বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবেন না। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে শিক্ষা শেষ করে কেউ বেকার না থাকে। তিনি বলেন, তরুণ সমাজ যেন বেকার ভাতার ওপর নির্ভরশীল না হয়, বরং প্রত্যেকের হাতে কাজ তুলে দিয়ে তাদের দেশ গড়ার কারিগরে পরিণত করাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, গত ৫৪ বছর ধরে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তাদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয় এবং শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা ও ছাত্রদের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে। তার ভাষায়, সেই কালো অধ্যায় বিদায় নিতে শুরু করলেও পুরোপুরি শেষ হয়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবিরের সংগ্রাম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিম, মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা। এছাড়া জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও সম্মেলনে অংশ নেন।