ঢাকা | ৩১শে ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে জানাজা শেষে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান।” তিনি জানান, জীবিত অবস্থায় বেগম খালেদা জিয়া যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তবে সংশ্লিষ্টদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি বলেন, “দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”
এ সময় তারেক রহমান আরও বলেন, বেগম খালেদা জিয়ার ব্যবহার বা কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মায়ের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছেন।
বক্তব্যের শেষাংশে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন ওনাকে বেহেশত দান করেন।” এরপর তিনি সবার প্রতি শান্তির বার্তা দিয়ে বক্তব্য শেষ করেন।