কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক: কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) উপকূলীয় সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ আমলের মামলাসংক্রান্ত জটিলতার কারণেই তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে ড. আযাদের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে মামলার নথি সংক্রান্ত জটিলতা পর্যালোচনা করে তা বাতিল করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মান্নান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীর বিরুদ্ধে চলমান মামলার তথ্য উঠে আসে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা শেষে ড. আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ড. হামিদুর রহমান আযাদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মজলিসে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলাসংক্রান্ত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এরই মধ্যে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও বাতিলের সিদ্ধান্ত এসেছে।

ড. আযাদ ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগর সভাপতি এবং কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৯৫ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়ায় ড. আযাদ বলেন, ‘আওয়ামী আমলে দায়ের করা একটি মিথ্যা মামলার নথি মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হয়নি। এ কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। সেগুলো দাখিল করে আপিল করব। আশা করছি, প্রার্থিতা ফিরে পাব।’