পূর্ব লন্ডনে বরফ গলতে থাকায় হিমায়িত পুকুরে আটকে পড়া দুই শিশু উদ্ধার

পূর্ব লন্ডনের লেটনস্টোন এলাকায় হিমায়িত একটি পুকুরের মাঝখানে ছোট একটি দ্বীপে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি)।

বুধবার বিকেলে হল্লো পন্ডে এই ঘটনা ঘটে। বরফ গলতে শুরু করায় শিশুরা আর পুকুরের তীরে ফিরে আসতে পারছিল না। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে লেটন, ওয়ালথামস্টো ও ইস্ট হ্যাম ফায়ার স্টেশনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ইনফ্ল্যাটেবল রেসকিউ বোট ও বিশেষ জল উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে শিশুদের কাছে পৌঁছান এবং বিকেল ৫টা ৩৫ মিনিটের মধ্যে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, গত এক সপ্তাহে তারা বরফ-সংক্রান্ত অন্তত ১৪টির বেশি ঘটনায় সাড়া দিয়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে সাউথগেট, ডালউইচ ও রমফোর্ডে হিমায়িত পুকুরে কুকুর পড়ে যাওয়া, এনফিল্ড ও হ্যামে শিশুদের বরফঢাকা লেকে খেলতে নামা এবং চিংফোর্ডে একটি কুকুর উদ্ধার করতে গিয়ে দুইজনের বরফাচ্ছন্ন লেকে আটকে পড়া।

এলএফবির সহকারী কমিশনার প্যাট গুলবর্ন লন্ডনবাসীকে সতর্ক করে বলেন, বরফের ওপর ওঠা অত্যন্ত বিপজ্জনক। কখনোই ধরে নেওয়া উচিত নয় যে বরফ মানুষের ওজন বহন করার মতো শক্ত। অনেক সময় কিনারা থেকে দূরে গেলে বরফ আরও পাতলা হয়ে থাকে।

তিনি আরও বলেন, ঠান্ডা পানিতে পড়ে গেলে হাইপোথার্মিয়ার ঝুঁকি খুব বেশি, যা প্রাণঘাতী হতে পারে।

ফায়ার ব্রিগেড অভিভাবকদের তাদের সন্তানদের হিমায়িত পানি বা পুকুরে খেলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পোষা প্রাণীর মালিকদের কুকুর লিশে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং কোনো মানুষ বা প্রাণী বিপদে পড়লে নিজে ঝুঁকি না নিয়ে ৯৯৯ নম্বরে ফোন করার নির্দেশনা দেওয়া হয়েছে।