বৃটেনে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জন কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিইর ইন্তেকাল

লন্ডন | কেএম আবু তাহের চৌধুরী:

১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস, সমাজসেবা ও সাহিত্যে রেখে গেলেন অনন্য অবদান

বৃটেনে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট অভিভাবক, শতবর্ষী সমাজসেবী, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বভাবজাত কবি আলহাজ্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই ইন্তেকাল করেছেন। আজ ভোর রাত ১টা ২০ মিনিটে তিনি মহান আল্লাহ পাকের সান্নিধ্যে ফিরে যান। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর।

মরহুম দবিরুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ চৌধুরী বাড়ির এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অসামান্য ভূমিকা রাখেন। নিজ এলাকায় তিনি ১৮টি প্রাথমিক বিদ্যালয় ও একটি খেয়াঘাট প্রতিষ্ঠা করেন। একপর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে তিনি বৃটেনের সেন্ট আলবন্স অ্যাকশন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রবাসে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। কমিউনিটি নেতৃত্ব ও চ্যারিটি কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ওবিই খেতাবে ভূষিত হন।

তিনি ছিলেন স্বভাবজাত কবি ও কবিতার হাফিজ। সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি নিয়মিত রেনেসাঁ সাহিত্য মজলিসের সভায় অংশগ্রহণ করতেন। জীবদ্দশায় বিভিন্ন টেলিভিশনে তাঁর সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এবং তাঁকে একাধিকবার সংবর্ধনা দেওয়া হয়।

বিগত কয়েক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইন্তেকালে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের গুণগ্রাহীজন তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।