আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি মনোনয়ন বৈধ, ২১টি আবেদন নামঞ্জুর করল ইসি

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর এবং ২১টি আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৭টি ও মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা ৪টি আপিল নামঞ্জুর করা হয়। এ ছাড়া ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন মোট ৪৩টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করেন।

নির্ধারিত সময় অনুযায়ী এদিন ৪৩টি আবেদনের শুনানি সম্পন্ন হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করে কমিশন। একই ধরনের আরও ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়। পাশাপাশি মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে দায়ের করা ৪টি আপিলও নামঞ্জুর করা হয়েছে। শুনানিতে জটিলতা থাকায় ৪টি আবেদন পরবর্তী রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর এবং অপেক্ষমাণ আপিলগুলোর নিষ্পত্তির মধ্য দিয়ে আপিল শুনানির কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনি এলাকায় জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেন।