বিশ্বসেরা ইস্তাম্বুল বিমানবন্দর, সিরিয়ামের অন-টাইম পারফরম্যান্স রিভিউ ২০২৫
বিশ্বের বিমান চলাচলের জটিলতা বাড়লেও ইস্তাম্বুল বিমানবন্দর (IST) ২০২৫ সালে সময়নিষ্ঠতার ক্ষেত্রে সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সিরিয়ামের “অন-টাইম পারফরম্যান্স রিভিউ ২০২৫” অনুযায়ী, এই বিমানবন্দর ৮০.৭২ শতাংশ সময়মতো ফ্লাইট পরিচালনার মাধ্যমে প্লাটিনাম উইনার হিসেবে নির্বাচিত হয়েছে। আধুনিক অবকাঠামো ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ইস্তাম্বুল বিমানবন্দর প্রমাণ করেছে যে চ্যালেঞ্জ সত্ত্বেও সময়নিষ্ঠতা বজায় রাখা সম্ভব।