বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-২ (ওসমানী নগর-বিশ্বনাথ) সংসদীয় আসনের প্রার্থী প্রফেসর আব্দুল হান্নান মঙ্গলবার দুপুরে বাংলাদেশে হাইকমিশন লন্ডনে হাইকমিশনার আবিদা ইসলাম-এর সাথে মতবিনিময় করেন। এই মতবিনিময়ের প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের ভোটাধিকার, দেশে নিরাপদ বিনিয়োগ এবং প্রবাসীদের সম্পদ দখলরোধে আইনি সহায়তা।
প্রফেসর আব্দুল হান্নান বলেন, প্রবাসীদের শুধু “রেমিটেন্স যোদ্ধা” না বলে দেশের অর্থনীতির প্রধানতম চালিকা শক্তি হিসেবে যথাযথ সম্মান দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, বাংলাদেশী নাগরিক বিশ্বের যেখানেই থাকুন না কেন, নাগরিক হিসেবে তাদের প্রতিটি অধিকার প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন।
প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডন যদি এটি বাস্তবে কার্যকর করতে পারে, তবে সেটি হবে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় সম্মানজনক প্রাপ্তি। তিনি বিশ্বাস করেন যে সরকার এ বিষয়ে আন্তরিক এবং ভোটার তালিকায় সহজভাবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ হাইকমিশনকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে।
সিলেট-২ আসনের প্রার্থী হিসেবে তিনি জানান, যুক্তরাজ্যের বিভিন্ন সিটিতে নির্বাচনী মতবিনিময়কালে তিনি তার আসনের হাজার হাজার প্রবাসীর কাছ থেকে সহজ উপায়ে ভোটাধিকার পাওয়ার দাবি পেয়েছেন। তারা চান কোনো জটিলতা ছাড়া ভোটার হয়ে তাদের ভোটটি প্রদান করতে।
প্রফেসর হান্নান প্রবাসীদের বিনিয়োগ প্রসঙ্গে বলেন, দেশে বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ রয়েছে। তিনি বিনিয়োগে আগ্রহীদের হাই কমিশন থেকে সহায়তা নেওয়ার আহ্বান জানান এবং নিজেও একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, প্রবাসীরা যেন দেশে বিনিয়োগ বা অন্যান্য ক্ষেত্রে চাঁদাবাজি কিংবা আইনি জটিলতার মুখোমুখি না হন। তিনি এবং তার দল যেকোনো সামাজিক বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত বলেও জানান।
প্রফেসর হান্নান বিমান টিকেটের অতিরিক্ত মূল্য হ্রাস এবং ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অন্য এয়ারলাইন্স চালু করতে হাই কমিশনের সহায়তা কামনা করেন।
হাইকমিশনার আবিদা ইসলাম প্রফেসর আব্দুল হান্নানকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের ভোটাধিকার, দেশে বিনিয়োগ, বিমানের ভাড়া সহনশীল পর্যায়ে আনাসহ সকল ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে তার পক্ষ থেকে সকল ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক আকবর হোসেন, হাইকমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।