বাংলা জাতিসংঘের পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হোক: এমপি আইয়ুব খান।
হাই কমিশনের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ।
বার্মিংহাম: অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশন্স-এর উদ্যোগে বার্মিংহামের অ্যাস্টন এলাকার ভিক্টোরিয়া রোডস্থ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত হলো সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান সম্পাদিত ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিটিশ এমপি আইয়ুব খান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, “বাংলা একটি সমৃদ্ধ ভাষা। বিশ্বের ৩৩ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তাই বাংলা যাতে জাতিসংঘের পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়, সে বিষয়ে সমর্থন জানিয়ে যাব।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান চৌধুরী এমবিই। স্বাগত বক্তব্য দেন সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, অর্থ সম্পাদক আবু তাহের এমবিই, প্রেস সেক্রেটারি শেখ মো. মফিজুর রহমান, সাংবাদিক মুহাম্মদ মকিস মনসুর, মোস্তফা যুবরাজ চৌধুরী, কমিউনিটি নেতা এম এ লতিফ জেপি, কবি নাসির উদ্দিন হেলালসহ আরও অনেকে।
কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী।
সভায় বক্তারা প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বাংলা শিক্ষা বিস্তার, বিভিন্ন শহরে বাংলা স্কুল স্থাপন এবং বাংলা সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, ২০২২ সালে বাংলাকে জাতিসংঘের অদাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় মহাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা এবং এ বিষয়ে তাদের অসন্তোষ জানান।