জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে “পঁচিশের স্বাবলম্বী” কর্মসূচিতে ১৫০টি ছাগল বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন “সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে” হতদরিদ্র ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে “পঁচিশের স্বাবলম্বী” নামে একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির ২য় ধাপে মোট ৫০টি উন্নত জাতের দেশীয় ছাগল (ব্ল্যাক বেঙ্গল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে ইউনিয়নের সোনাতনপুর বাজারে এ ছাগল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী কাচা মিয়া। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন রিপন আহমদ ও সৈয়দ তাহমিদ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.  খালেদ সাইফুল্লাহ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা শেখ জাকারিয়া আহমদ, সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দপ্তর সম্পাদক কোহিনুর আহমদ, হাজী বাবুল আহমেদ (বাবু), আলমগীর জিম্মাদার, আবু তাহের, মাতাব আলী, কয়ছর মিয়া, শাহিন আহমদ তালুকদার,  আব্দুল অদুদ, সমাজকর্মী জঙ্গীনুর আহমদ জিবন, সৈয়দ জিলানী আহমদ, মাসুম আহমদ, আবিদ সরদার, এনামুল হক শিপু, ফয়জুননুর সহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ শামছুল ইসলাম। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

“সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”-র নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির মাধ্যমে দানভিত্তিক নয়, বরং স্বনির্ভরতার মাধ্যমে ১৫০টি পরিবারকে তিন ধাপে ছাগল বিতরণ করে স্বাবলম্বী করে তোলা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এ পর্যন্ত ১০০টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে। অবশিষ্ট ৫০টি ছাগল ৩য় ধাপে প্রদান করা হবে।

স্থানীয়রা বলেন “সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”সংগঠনটির এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তা নয়, বরং দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের একটি টেকসই এবং ব্যতিক্রমী মডেল। এটি সম্প্রদায়ভিত্তিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের আত্মনিয়োগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি গতিশীল ও স্বনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।