আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এক ম্যাচে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নেওয়ার মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে শীর্ষে উঠেছেন। এর আগে এই রেকর্ডটি মালদ্বীপের ওয়াদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাকের দখলে ছিল।
মঙ্গলবার ম্যাচে জর্জ ডকরেল, গ্যারেথ ডিলেনি, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হ্যামফ্রিস ও বেন হোয়াইট—এই পাঁচ ব্যাটারের ক্যাচ ধরেন তানজিদ। এর মধ্যে চারটি ক্যাচ লং অন অঞ্চলে এবং একটি ব্যাকওয়ার্ড পয়েন্টে তালুবন্দি করেন তিনি। ১৬তম ওভারে প্রথম ক্যাচ নেওয়ার পর ১৮তম ওভারে দুটি এবং শেষ দুই ওভারে একটি করে ক্যাচ তুলে নেন এই ওপেনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ফিল্ডার এর আগে তিনটির বেশি ক্যাচ নেননি। ফলে তানজিদ দেশের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ ক্যাচের কৃতিত্ব অর্জন করলেন। তিন সংস্করণ মিলিয়ে দেশের দ্বিতীয় ক্রিকেটার তিনি—২০১৭ সালে ওয়েলিংটনে ইমরুল কায়েস প্রথম পাঁচ ক্যাচ নেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ ক্যাচ নেওয়ার রেকর্ড প্রথম আসে ২০২৩ সালে দোহায়, কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে মালিন্দার মাধ্যমে। গত সেপ্টেম্বরে আইল অব ম্যান সফরে সেদিক সাহাকও পাঁচ ক্যাচ নিয়ে রেকর্ডের অংশ হন।
ব্যাট হাতে এই ম্যাচেও উজ্জ্বল ছিলেন তানজিদ—৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তরুণ ওপেনার।