একাত্তরের মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, তেমনি ইসলামের নামেও বিভাজনের রাজনীতি গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর যে রাজনীতি গত ৫৪ বছর ধরে চলে আসছে, সেখান থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়।”
স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এখনো মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের বিভাজনের রাজনীতি চলমান রয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনের অবসান হবে বলে আশা করা হলেও ৫ আগস্টের পর আবারও সেই রাজনীতি ফিরে এসেছে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশের বিজয় দিবস ও মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করা হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসন্ন নির্বাচন হবে সংস্কারের নির্বাচন। তিনি জনগণকে সংস্কার ও বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর থেকে ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শুরু হয়। কাটাবন, নীলক্ষেত ও পলাশী মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ হয়। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।