ইংল্যান্ডের এ্যাসেক্সে একটি লরির ভেতর ১২ জন পাওয়ার পর ইমিগ্রেশন অপরাধে গ্রেপ্তার

ইংল্যান্ডের এ্যাসেক্সে একটি লরির ভেতর ১২ জনকে পাওয়ার পর ইমিগ্রেশন–সংক্রান্ত অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে (জিএমটি) হার্লো শহরের এডিনবরো ওয়েতে লরির পেছনে মানুষের উপস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি লরির ভেতর ১১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন কিশোরকে পাওয়া যায়।

এ্যাসেক্স পুলিশ এক বিবৃতিতে জানায়, উদ্ধার হওয়া সব পুরুষকে এবং লরির চালককেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত এখনও চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সবাইকে ইমিগ্রেশন অপরাধের সন্দেহে হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি