বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডের লালদীঘিরপাড়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপি সবসময় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মানবিক সমাজ গঠনে বিএনপি মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা নিয়মিতভাবে মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। বিএনপি ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক, মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি রিসায়দ আজিম হক আদনান, প্রচার সম্পাদক লুৎফুর রহমান মোহন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মতছির, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।