জামায়াতের সঙ্গে নির্বাচনি জোটে যাচ্ছে এনসিপি, আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে জুলাইযোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ভেতরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রেজুলেশন পাস হয়েছে এবং ইতোমধ্যে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, এনসিপির সঙ্গে নির্বাচনি সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, শুধু এনসিপিই নয়, আরও ডজনখানেক রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে যোগাযোগ করছে।

এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট করার বিষয়ে আমাদের দলে রেজুলেশন পাস হয়েছে। এ বিষয়ে যোগাযোগ ও আলোচনা এগিয়ে নিতে সভাপতি ও সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

এদিকে জামায়াতের নেতৃত্বাধীন আট দলের জোটে নতুন করে এনসিপির যুক্ত হওয়ার সম্ভাবনায় সংশ্লিষ্ট দলগুলোর মধ্যেও আলোচনা শুরু হয়েছে। কারণ নতুন শরিক যুক্ত হলে আসন সমঝোতায় সবাইকেই কিছু ছাড় দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, “আট দলের সঙ্গে এনসিপিও যুক্ত হতে চাচ্ছে—এমনটি শুনেছি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।” একই দলের একজন সহকারী মহাসচিব বলেন, “জুলাইযোদ্ধাদের দল হিসেবে এনসিপি জোটে এলে সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।”

তবে জামায়াতের সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোট বাঁধছে।”

তিনি আরও দাবি করেন, শুরুতে জামায়াতের কাছে এনসিপি ৫০টি আসন দাবি করলেও শেষ পর্যন্ত দরকষাকষির মাধ্যমে তা ৩০ আসনে এসে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না এবং সেখানে জামায়াতকে সহযোগিতা করবে।

আব্দুল কাদেরের অভিযোগ অনুযায়ী, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যৌথভাবে এনসিপির ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন।

সবকিছু ঠিক থাকলে শুক্রবারই জামায়াত-এনসিপি জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।