শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতের পোশাক বিতরণের উদ্যোগ নিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে শীতের পোশাক উপহার দেওয়ার এক মানবিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্যোগের কথা প্রকাশ করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “শীতে কাঁপছে সারা দেশ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন, যারা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। মহান আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তবে লাখো মানুষের এবারের শীত কাটবে স্বস্তিতে ও হাসিমুখে।” এই হাড় কাঁপানো শীতে তিনি দেশের সব সামর্থ্যবান মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করতে চান বলে জানান।

তিনি আরও বলেন, যাদের সামর্থ্য রয়েছে তারা যদি প্রত্যেকে অন্তত একটি করে নতুন শীতের পোশাক কোনো সুবিধাবঞ্চিত প্রতিবেশীকে উপহার দেন, তবে সমাজের চিত্র বদলে যাবে। আর যাদের এই মুহূর্তে নতুন পোশাক কেনার সুযোগ নেই, তারা চাইলে নিজেদের ব্যবহৃত ভালো মানের অতিরিক্ত শীতের পোশাকও উপহার দিতে পারেন। অন্যের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার সামর্থ্যকে তিনি আল্লাহর দেওয়া একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সবার এই ছোট ছোট অংশগ্রহণের মাধ্যমে লাখো মানুষের মুখে হাসি ফুটবে এবং দেশ দেখবে এক মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি। তিনি সবাইকে হাতে হাত রেখে সারা দেশে উষ্ণতার এই আমানত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এছাড়া, যারা এই মানবিক দায়িত্ব পালন করবেন, তাদেরকে ব্যক্তিগতভাবে নিজেদের অংশগ্রহণের কথা জানাতে অনুরোধ করেন তিনি। সারা দেশে এই উদ্যোগের মাধ্যমে কতজন মানুষের মুখে হাসি ফুটেছে, তা দেশবাসীর সামনে তুলে ধরার আশ্বাসও দেন জামায়াত আমির। পোস্টের শেষে তিনি এই উদ্যোগ কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।