স্টাফ রিপোর্টঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ও নিয়মিত ফ্লাইট চালুর জোরালো দাবি জানিয়েছেন সিলেটবাসী। দীর্ঘদিন ধরে অবহেলা ও অদূরদর্শী নীতিনির্ধারণের কারণে আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এই বিমানবন্দরটি তার সম্ভাবনা অনুযায়ী কাজে লাগানো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সিলেটবাসীর অভিযোগ, আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিমানের বাইরে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট না থাকাটা বৈষম্যমূলক ও অযৌক্তিক। এর ফলে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে বসবাসরত লাখো প্রবাসী সিলেটবাসীকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সরাসরি ফ্লাইট না থাকায় প্রবাসীদের ঢাকায় দীর্ঘ ট্রানজিট, অতিরিক্ত অর্থব্যয়, সময় নষ্ট এবং শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হচ্ছে। একটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকার পরও এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন তারা।
সিলেটবাসীর দাবি, মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার পূর্ণ অনুমতি দিতে হবে। একই সঙ্গে বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, নীতিগত সহায়তা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে এটিকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এভিয়েশন হাবে রূপান্তরের আহ্বান জানানো হয়েছে।
তাদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে প্রবাসী সিলেটবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি সিলেট অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।
দীর্ঘদিন ধরে এই দাবি উপেক্ষিত থাকায় ক্ষোভ প্রকাশ করে সিলেটবাসী বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতি নেই। তারা মনে করেন, এটি শুধু একটি অঞ্চলের দাবি নয়, বরং ন্যায্য অধিকার ও সমান উন্নয়নের প্রশ্ন।
এদিকে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল সিলেটবাসী এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা ঐক্যবদ্ধভাবে এই অবহেলা ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেন এবং সিলেটের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখেন।