সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মিজান চৌধুরী।
শুক্রবার এক লিখিত বক্তব্যে তিনি জানান, ছাতক ও দোয়ারাবাজারবাসীর ভালোবাসা ও সমর্থনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে গতকাল তারেক রহমান তাকে গুলশানের কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। দলীয় শীর্ষ নেতার সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
মিজান চৌধুরী বলেন, এই সিদ্ধান্তে তার অনেক সমর্থক কষ্ট পেতে পারেন, সে বিষয়টি তিনি বুঝতে পারেন। কারণ ইতোমধ্যে তার জন্য ছাতক ও দোয়ারাবাজারের মানুষ যে ত্যাগ ও পরিশ্রম করেছেন, তার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। তবে দেশ ও দলের এই সংকটময় সময়ে দলীয় প্রধানের সিদ্ধান্তকে তিনি মাথা পেতে নিয়েছেন।
তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকে দীর্ঘ সময় ধরে তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রাজনৈতিক আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার প্রেরণা। তারেক রহমানকে তিনি দলের অভিভাবক হিসেবে উল্লেখ করেন।
ছাতক ও দোয়ারাবাজারবাসীর উদ্দেশে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। দল ও মানুষের ভালোবাসা নিয়েই তিনি বাকি জীবন পথ চলতে চান।
পরিশেষে তিনি তার এই সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দোয়ারাবাজারবাসীসহ সকল সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।