যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিককে সতর্ক নোটিশ দিয়েছে বিএনপি। বিমানবন্দরে অতিরিক্ত ভিড় ও জনভোগান্তির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, বুধবার (১ অক্টোবর) এই সতর্কবার্তাটি পাঠানো হয় মালিককে। ওইদিনই বিকেল পৌনে ৪টার দিকে লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মালিক বিষয়টি স্বীকার করেন বলেও জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে—প্রতিবার আপনি দেশে আসা বা বিদেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা সিলেটের ওসমানী বিমানবন্দরে বিপুল সংখ্যক লোকজন জড়ো হন। এতে শুধু যাত্রীদের জন্য বিড়ম্বনার সৃষ্টি হয় না, আশপাশের সড়কে যানজটও তৈরি হয়।
চিঠিতে আরও বলা হয়, এমন আগাম প্রস্তুতি ছাড়াই জনসমাগম ঘটানো দায়িত্বশীল আচরণ নয়। অতীতেও আপনার আগমন ঘিরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা দলের সাংগঠনিক নীতিমালার সঙ্গে যায় না। এতে সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
বিএনপি হুঁশিয়ার করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে দলের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে তারা।