সিলেটের নাজুক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১২ অক্টোবর কোর্ট পয়েন্টে সমাবেশের ডাক

সিলেটের নাজুক যোগাযোগ ব্যবস্থার প্রতিকার চেয়ে আন্দোলনে নামতে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী ১২ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় তিনি সিলেট কোর্ট পয়েন্টে এক বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন। দল-মতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সিলেটের দাবি আদায়ে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আরিফুল হক চৌধুরী বলেন,

“আমাদের প্রিয় বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জনগণের মৌলিক অধিকার — সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার — আজ মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্রিত হবো একটি ঐক্যবদ্ধ কণ্ঠে। আসুন, ১২ অক্টোবর সকাল ১১টায় কোর্ট পয়েন্টে দল-মত নির্বিশেষে আমরা সবাই একত্রিত হই আমাদের প্রিয় সিলেটের অধিকার আদায়ের এই ন্যায্য আন্দোলনে। আপনার উপস্থিতিই হবে পরিবর্তনের সূচনা।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সিলেট-ঢাকা মহাসড়কের নাজুক অবস্থা, ট্রেনের আসন স্বল্পতা এবং বিমানের টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য নিয়ে সিলেটবাসী মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। বারবার আবেদন-নিবেদন করেও সিলেট-ঢাকা মহাসড়কের কাজের গতি আসেনি। ফলে ৫ ঘণ্টার পথ এখন পাড়ি দিতে সময় লাগে ১৬ থেকে ১৮ ঘণ্টা।

এছাড়া ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, আর সিলেট-ঢাকা বিমানের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার টাকা পর্যন্ত।

সাম্প্রতিক সময়ে যোগাযোগ খাতের এই চরম দুরবস্থা নিয়ে সরব হয়েছেন আরিফুল হক চৌধুরী। সরকারের প্রতি তিনি বারবার সিলেটবাসীর এই ভোগান্তি নিরসনের আহ্বান জানান। অবশেষে, দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।