স্টাফ রিপোর্টার | সিলেট | ৬ নভেম্বর ২০২৫
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলীয় মনোনয়ন নিয়ে সিলেটে ফিরেছেন। তিন দিন আগেই তিনি ঢাকায় গিয়েছিলেন কিন্তু বিএনপি ঘোষিত ২৩৮ প্রার্থীর প্রাথমিক তালিকায় তার নাম ছিল না।
বিকেল সাড়ে ৭টার দিকে আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। ‘আরিফ ভাই’, ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিমানবন্দর প্রাঙ্গণ।
আরিফুল হক চৌধুরী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“দল আমাকে যে আস্থা দেখিয়েছে, তার মর্যাদা রক্ষায় যথাসাধ্য চেষ্টা করবো। সিলেট-৪ আসনের জনগণের দোয়া ও সমর্থনই এখন সবচেয়ে বড় শক্তি আমার।”
তিনি কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার জনগণকে সালাম জানান এবং নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামি জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের ২৩৮ প্রার্থীর নাম ঘোষণা করেন। সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী হলেও সে তালিকায় ছিল না আরিফুলের নাম। এরপর তিনি ঢাকায় যান এবং পরদিন রাতেই খবর আসে যে তাকে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।