অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করতে সম্মতি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
- বুধবার (৫ নভেম্বর) রাত ১০টায় সিলেটভিউকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।
- তিনি জানান, সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই তিনি নির্বাচনী মাঠে নামবেন।
- এর আগে তিনি সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু সেখানে খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রার্থী ঘোষণা করা হয়।
- সিলেট-৪ ও সিলেট-৫ আসন কিছুদিন ধরে খালি ছিল, যার ফলে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়।
- অবশেষে সিলেট-৪ আসনে আরিফুলকে প্রার্থী ঘোষণা করে জল্পনার অবসান ঘটানো হয়েছে।
আরিফুল হক চৌধুরী একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে উন্নয়নমূলক কাজের জন্য তিনি জনগণের আস্থা অর্জন করেন।