সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। পাঁচ দিনের ম্যাচের চতুর্থ দিনেই শেষ হয়ে যায় লড়াই।
আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ৮৬–৫ কঠিন অবস্থান থেকে। এখনও ২১৫ রানে পিছিয়ে থাকা অবস্থায় ব্যাটসম্যানরা লড়াই করার চেষ্টা করলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপ সামলাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২৫৪ রানে অল আউট হয় দলটি।
বাংলাদেশের তরুণ স্পিনার হাসান মুরাদ টেস্ট অভিষেকেই চার উইকেট নিয়ে আলো ছড়ান। এছাড়া তাইজুল ইসলাম শেষ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অ্যান্ডি ম্যাকব্রিন, যিনি টেস্টে তার পঞ্চম অর্ধশতক তুলে নেন।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৮৭–৮ ডিক্লেয়ার করে বিশাল সংগ্রহ গড়ে। মাহমুদুল হাসান জয় ১৭১ এবং নাজমুল হোসেন শান্ত ১০০ রান করে দলের ভিত্তি মজবুত করেন।
জয়ের পর বাংলাদেশ আত্মবিশ্বাসে উজ্জ্বলে থাকলেও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি স্বীকার করেন নিজেদের ব্যর্থতা। তিনি বলেন, “বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা লড়াই করেছি, কিন্তু আরও দীর্ঘ সময় ধরে ভালো খেলার প্রয়োজন আছে।”
ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বুধবার। দু’দলই এখন তাকিয়ে থাকবে সেই ম্যাচের দিকে।