যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি ভিসা জালিয়াতির চেষ্টা করে বা অবৈধ কোনো পথে আবেদন করে তবে তার ওপর সর্বোচ্চ ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, জাল ভিসা ও ভুয়া আবেদন দমনে যুক্তরাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। অপরাধী চক্রের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে প্রতি বছর বিপুল সংখ্যক ভিসা আবেদনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব চক্র দুর্বল মানুষকে শোষণ করছে, তাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে এবং ভিসা নিশ্চিতকরণের ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, অপরাধীরা ক্রমবর্ধমান জটিল পদ্ধতিতে সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারণা করে থাকে। এতে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, দীর্ঘমেয়াদি ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অনেক ক্ষেত্রে মানবপাচার ও শোষণের মতো বিপদের মুখোমুখি হন।

হাইকমিশনার সারাহ কুক ভিসাপ্রত্যাশীদের সতর্ক করে বলেন, যুক্তরাজ্যের ভিসা আবেদন সংক্রান্ত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট (www.gov.uk) ছাড়া অন্য কোনো মাধ্যম ব্যবহার না করতে। তিনি বলেন, “যারা জালিয়াতির চেষ্টা করেন, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।”

যুক্তরাজ্য হাইকমিশন জানিয়েছে, ভিসা জালিয়াতির বিরুদ্ধে তারা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।