মা–মেয়েকে হত্যা: স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায় গৃহকর্মী

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা–মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে নতুন গৃহকর্মীর বিরুদ্ধে। সোমবার সকালে বোরকা পরে বাসায় ঢোকার পর হত্যাকাণ্ড ঘটিয়ে নিহত কিশোরীর স্কুল ড্রেস ও মুখে মাস্ক পরে ভবন থেকে বের হয়ে যায় সে—এমন তথ্য দিয়েছে পুলিশ। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।

নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম, সানবীমস স্কুলের শিক্ষক, সকালে বাসা থেকে বের হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর হত্যাকাণ্ডটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭:৫১ মিনিটে বোরকা পরে গৃহকর্মী আয়েশা (ধারণকৃত নাম) বাসায় প্রবেশ করেন এবং ৯:৩৬ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। দুপুরের আগে বাসায় ফিরে শিক্ষক আজিজুল ইসলাম স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পান।

পুলিশ জানায়, মাত্র চার দিন আগে গৃহকর্মী হিসেবে কাজ নেন আয়েশা। নাফিসার স্কুলের ড্রেস পরে ভবন ছাড়ার ঘটনাটি তদন্তে গুরুত্ব পাচ্ছে। বাসা তল্লাশিতে বাথরুম থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে, যা দিয়েই মা–মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধস্তাধস্তির আলামত রয়েছে বাড়ির বিভিন্ন স্থানে।

একটি পুলিশ সূত্র জানায়, মাকে নিহত অবস্থায় দেখে নাফিসা ইন্টারকমে ফোন করতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। ধস্তাধস্তির সময় ইন্টারকমের সংযোগ খুলে যায়।

এ ঘটনায় ভবনের দারোয়ান মালেককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “হত্যার সময় ও আগে–পরে সন্দেহভাজনের গতিবিধি বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, রক্তের দাগ এবং বাথরুমে ফ্রেশ হওয়ার আলামত পাওয়া গেছে।”

নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।