ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আলোচনায় এখন পুরো দেশ। নির্বাচনি ট্রেনে চড়তে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার। সাক্ষাৎ শেষে বিকালে বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই ভাষণ থেকেই তফসিল ঘোষণা করা হবে।
ইসি সূত্র জানায়, ভাষণ রেকর্ড হলেও আজই তফসিল ঘোষণার সম্ভাবনা কম। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে। ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১১ বা ১২ ফেব্রুয়ারি।
নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ
ইতোমধ্যে ইসি প্রক্রিয়ার বেশিরভাগ কাজ সম্পন্ন করেছে। আরপিও সংশোধনীর গেজেট জারি হয়েছে। তবে আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনীর গেজেট এখনো প্রকাশ হয়নি।
সিইসি এবং কমিশনাররা মঙ্গলবার দিনব্যাপী বৈঠক করে চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করেন। এর আগে প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।
গত কয়েকটি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকায় চলমান নির্বাচনের দিকে দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের পর এটি প্রথম জাতীয় নির্বাচন।
বিভিন্ন দল প্রার্থী তালিকা প্রকাশ করেছে
তফসিল ঘোষণার আগেই বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন, ফলে দেশে নির্বাচনি আমেজ বিরাজ করছে।
আওয়ামী লীগ অংশ নিতে পারছে না
সরকার অনুমোদিত নিষেধাজ্ঞা ও ইসির স্থগিতাদেশের কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ফলে দলীয় প্রতীক ‘নৌকা’ পোস্টাল ব্যালটে রাখা হয়নি। ইসি জানিয়েছে, আইন অনুযায়ী যেসব দলের নিবন্ধন সচল, তারা নির্বাচনে অংশ নিতে পারবে।
নির্বাচন কমিশনের প্রস্তুতি
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন,
“তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমাদের সম্পন্ন। এখন শুধু সময়ের অপেক্ষা।”
তিনি জানান—
- রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রজ্ঞাপন,
- মোবাইল কোর্ট, বিচারিক ম্যাজিস্ট্রেট,
- ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি,
- আইনশৃঙ্খলা সেল,
ইত্যাদির ফরম্যাট প্রস্তুত আছে। তফসিল ঘোষণার পরপরই ধারাবাহিকভাবে এগুলো জারি হবে।
নির্বাচনে বড় চ্যালেঞ্জ: আইনশৃঙ্খলা
আরেক কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন,
“আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তফসিলের পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ শুরু হবে।”
উপদেষ্টারা পদে থেকে নির্বাচন করতে পারবেন না
উপদেষ্টারা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সরকারি পদে থেকে কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালানোর সুযোগ থাকবে না।
ভোটার ও ভোটকেন্দ্রের চিত্র
ইসি সূত্রে জানা গেছে—
- মোট ভোটার: ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন
- ভোটকেন্দ্র: ৪২,৭৬৬টি
- ভোটকক্ষ: ২,৪৫,১৯৫টি (দুটি ভোটের জন্য আরও বাড়তে পারে)
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় প্রতিটি ভোটকক্ষে দুটি করে গোপন স্থানের ব্যবস্থা করা হচ্ছে।
প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট
প্রবাসীদের সুবিধার্থে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। এতে নিবন্ধিত সব দলের প্রতীক রাখা হয়েছে, নৌকা ছাড়া।