যুক্তরাষ্ট্রের জিবিইউ বোমা প্রযুক্তি এখন ইরানের হাতে

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের উন্নত গাইডেড বোমা (জিবিইউ)–এর প্রযুক্তি ইরানের হাতে পৌঁছানোর খবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতোমধ্যেই মার্কিন নির্মিত জিবিইউ-৩৯বি বোমার ছবি এবং গুরুত্বপূর্ণ অংশবিশেষ ইরানের কাছে পাঠিয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। সম্ভাব্য পরিণতি বিবেচনায় এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

ঘটনাটি ঘটে গত মাসে ইসরাইলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর ঊর্ধ্বতন কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হওয়ার পর। হামলার স্থানে একটি মার্কিন জিবিইউ-৩৯বি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। হিজবুল্লাহর নিরাপত্তা ইউনিট দ্রুত বোমাটির ছবি সংগ্রহ করে ও এটিকে নিষ্ক্রিয় করে। এরপর বোমার গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক অংশগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্যে ইরানে পাঠানো হয় বলে দাবি করা হচ্ছে।

এ ঘটনায় আঞ্চলিক ভূরাজনীতি নতুন করে আলোচনায় এসেছে। মার্কিন অস্ত্র প্রযুক্তি শত্রুপক্ষের হাতে চলে যাওয়ায় ওয়াশিংটনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অভিমত।