ইংল্যান্ডে ‘সুপার ফ্লু’ পরিস্থিতি চরমে: হাসপাতালে চাপ বাড়ছে

ইংল্যান্ডে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। গত সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে ৫০%–এর বেশি। এনএইচএস কর্মকর্তাদের মতে, এই “সুপার ফ্লু” ঢেউ এখনো শিখরে পৌঁছায়নি।

রবিবার পর্যন্ত প্রতিদিন গড়ে ২,৬৬০ জন ফ্লু রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, চলতি সপ্তাহেও এই সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। বর্তমানে পরিস্থিতি এমন যে, এটি তিনটি পূর্ণ হাসপাতাল ফ্লু রোগীতে ভরাট থাকার সমান—কিছু হাসপাতালে প্রতি ১০টি শয্যার একটিতে ফ্লু রোগী।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, সপ্তাহ শেষে এই সংখ্যা ৫,০০০ ছাড়াতে পারে। যুক্তরাজ্যের অন্যান্য অংশেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ৫–১৪ বছর বয়সী শিশু ও কিশোরদের মধ্যে ফ্লুর পজিটিভিটি হার সর্বোচ্চ। তবে ৭৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এনএইচএস ইংল্যান্ডের মেডিকেল ডিরেক্টর প্রফেসর মেঘনা পণ্ডিত বলেন,

“এই নজিরবিহীন সুপার ফ্লুর ঢেউ বছরের এই সময়ে এনএইচএসের জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। কর্মীরা রোগীদের সর্বোত্তম সেবা দিতে সীমার বাইরে গিয়ে কাজ করছেন।”

হাসপাতালে ফ্লু রোগীর সংখ্যা বছরের এই সময়ের জন্য রেকর্ড সর্বোচ্চ—যদিও তথ্য সংগ্রহ শুরু হয় ২০২১ সালে, ফলে ২০১৪–১৫ এবং ২০১৭–১৮ সালের সবচেয়ে খারাপ দুই ফ্লু মৌসুম এই তুলনায় অন্তর্ভুক্ত নয়।