হাদিকে হত্যাচেষ্টায় যুবলীগ নেতা সম্রাটের সম্পৃক্ততার সন্দেহ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে সংশ্লিষ্টরা।

হাদির ওপর হামলার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে গতকাল শনিবার দিনভর মাঠে কাজ করে পুলিশ। হামলার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর এই হামলা হতে পারে। এতে দেশবিরোধী শক্তির মদত থাকার সম্ভাবনাও নাকচ করা হচ্ছে না।

হামলার ঘটনার পর জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত অংশীজন, আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদারের বিষয়েও ভাবছে প্রশাসন।