আজ পালিত হচ্ছে মহান বিজয় দিবস


আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। লাখো শহীদের আত্মত্যাগ ও অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তবে বিজয়ের ৫৪ বছর পেরোলেও বাংলাদেশের পথচলা ছিল চ্যালেঞ্জে ভরা। রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক সংকট ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বলতার মধ্য দিয়ে দেশকে অগ্রসর হতে হয়েছে।

গত বছরের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর এবারের বিজয় দিবস উদযাপিত হচ্ছে ভিন্ন এক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। ফলে দেড় দশকের বেশি সময়ের অপশাসন থেকে মুক্তির অনুভূতি নিয়ে জাতি এবার বিজয় দিবস পালন করছে।

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাণী দিয়েছেন। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়; অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাও এর মূল উদ্দেশ্য ছিল। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে কাজ করছে।

বিজয় দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনা, নৌ ও বিমানবাহিনীর ফ্লাইপাস্ট এবং বিশেষ ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। এছাড়া ‘টিম বাংলাদেশ’-এর প্যারাট্রুপারদের স্কাইডাইভিং প্রদর্শনীও কর্মসূচির অংশ।

দিনটি উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সরকারি ছুটির মধ্য দিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।