লন্ডন প্রতিনিধি: বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আকিলা–নুর ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর বুধবার বিকাল ৫টায় ইলফোর্ডের কিংডম সলিসিটারসের অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনের স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও বাংলা পোস্ট পত্রিকার অনারারি চেয়ারম্যান আলহাজ শেখ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ব্যারিস্টার তারেক চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শেখ মোজাম্মেল হোসেন কামাল এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আলহাজ রফিক উল্লাহ।
সভায় বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান সাংবাদিক বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন শিকদার, এ এস ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ মোমেন, লেহাজ উদ্দিনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শহীদ সন্তান সাংবাদিক বাবুল হোসেন একাত্তরে তার পরিবারের বীরত্বগাথার কথা তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাম্মেল হোসেন কামাল রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি পরিচালিত অপারেশনের অভিজ্ঞতা বর্ণনা করেন, যা উপস্থিত সিনিয়র সিটিজেনদের আবেগাপ্লুত করে তোলে।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় দুই বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাম্মেল হোসেন কামাল ও আলাউদ্দীন শিকদার, শহীদ সন্তান সাংবাদিক বাবুল হোসেন এবং কে এম আবু তাহের চৌধুরীকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। পরে বিজয় দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে একাত্তরের সকল শহীদের মাগফিরাত কামনা এবং জীবিত মুক্তিযোদ্ধা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ব্যারিস্টার তারেক চৌধুরী ও তৌহিদ চৌধুরীর মরহুম পিতা-মাতার নামে আকিলা–নুর ফাউন্ডেশনটি পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে কে এম আবু তাহের চৌধুরী মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে সরকারের প্রতি জোরালো দাবি জানান এবং জাতীয়ভাবে সবার অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।