ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল এসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন

রিপোর্ট: কেএম আবু তাহের চৌধুরী
ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল এসোসিয়েশন ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজনূরের পরিচালনায় প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের চেতনাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য এবং প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তাদের মধ্যে ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, কবি ও সাংবাদিক রহমত আলী, কবি ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা গুলনাহার বেগম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ নূরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হেনা বেগমসহ সংগঠনের ইসি সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম ও ইসি সদস্য কবি ধনঞ্জয় পালের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন, ফয়জুল ইসলাম ফয়েজনূর, ফখরুল আম্বিয়া, বাদল রহমান, ধনঞ্জয় পাল, শাহ শরীফ, মাহবুব আহসান মিঠু, মুজিবুল হক মনি, কে এম আবু তাহের চৌধুরী ও সালমা বেগম প্রমুখ।

এছাড়া নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী মোহাম্মদ দীপ ও শিশু শিল্পী জান্নাতুল ফেরদৌস ডলি। সংগীত পরিবেশন করেন সাদমান, সাইদা নাসিম কুইন, আব্দুল শুকুর, রাশিদা খান বানু ও এনাম উদ্দিনসহ প্রবাসের খ্যাতিমান শিল্পীরা। অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।