বেনজীর আহমেদের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুদক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জব্দকৃত সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, বেনজীর আহমেদের ফ্ল্যাট থেকে জব্দকৃত মালামাল ত্রাণ তহবিলে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গুলশানের র‍্যাংকন আইকন টাওয়ারে অবস্থিত বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা চারটি ফ্ল্যাট থেকে জব্দ করা পচনশীল মালামাল, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়-চোপড়, তৈজসপত্র এবং রান্নাঘরের সামগ্রী থেকে নিলামের জন্য প্রয়োজনীয় আলামত নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশ বাস্তবায়নে দুদক তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি বর্তমানে মালামাল হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানানো হয়।

এর আগে আদালতের নির্দেশে এসব মালামাল প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও দুদকের ২৫/২০২৫ নম্বর সভায় বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়। সভায় জনবহুল আবাসিক এলাকায় নিলাম আয়োজনের ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং দীর্ঘ প্রক্রিয়ায় মালামাল নষ্ট হওয়ার আশঙ্কার বিষয়টি গুরুত্ব পায়।

জনস্বার্থ বিবেচনায় নিলামযোগ্য মালামালের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ বিষয়ে প্রয়োজনীয় প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের আগেই বেনজীর আহমেদ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। বর্তমানে তিনি স্বপরিবারে স্পেনে অবস্থান করছেন।