মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব আখতার আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় এর পর আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না বলে জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত কমিশনের নেই।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এ ছাড়া ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ইসি সচিব আরও বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে এবং কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।