এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, এনসিপি ইতোমধ্যে নির্বাচনি যাত্রায় প্রবেশ করেছে। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে কোনো নির্বাচনে অংশ নেবেন না। বরং দলের মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জয়ী হতে পারেন, সে লক্ষ্যে তিনি সাংগঠনিক ও কৌশলগতভাবে কাজ করবেন। এ জন্য তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদের আন্দোলন-সংগঠনের অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ আসন্ন নির্বাচনে এনসিপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হয়।