অনলাইন ডেস্ক: নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা এখনো ক্রিটিক্যাল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ রাতে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠজনরা। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, “ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল। আগের অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।”
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁর সুস্থতার জন্য দেশ-বিদেশে দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।