ঢাকা | ৩০ শে জানুয়ারি ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দলের পক্ষ থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সময়সূচি ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং তাঁর সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো।