সিলেট প্রতিনিধি: সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নগরীর সুবিদবাজার ক্লাব ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে ৯২ জন ভোটারের মধ্যে ৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহসভাপতি পদে দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম এবং সহসাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ (মেহেদী)।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে ডেইলি স্টারের ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির এবং পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মুহিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপারসহ আরও অনেকে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট প্রেসক্লাবের পেশাগত ঐক্য, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের মর্যাদা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।