নিউইয়র্কে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, স্ত্রীসহ গ্রেপ্তারের দাবি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

বুধবার এক বিবৃতিতে পাম বন্ডি বলেন, মাদুরোর বিরুদ্ধে “নার্কো-টেররিজম কনস্পিরেসি, কোকেন আমদানি ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র রাখার ষড়যন্ত্র”-এর মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, “খুব শিগগিরই তারা আমেরিকার মাটিতে, আমেরিকার আদালতে, আমেরিকান ন্যায়বিচারের পূর্ণ কঠোরতার মুখোমুখি হবে।” তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

অ্যাটর্নি জেনারেল বন্ডি এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, “এই দুই কথিত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে আটক করতে যে অসাধারণ ও অত্যন্ত সফল অভিযান পরিচালনা করা হয়েছে, তার জন্য আমাদের সাহসী সামরিক বাহিনীকে আন্তরিক ধন্যবাদ।”

এই ঘোষণার ফলে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একই সঙ্গে এটি লাতিন আমেরিকার রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি