প্রিমিয়ার লিগের শীর্ষে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারল না আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে মিকেল আর্তেতার দলকে। এই ফলে লিগ টেবিলের শীর্ষে থাকলেও আট পয়েন্টের লিড নেওয়ার সুযোগ নষ্ট হলো গানারদের।
ম্যাচের শেষ মুহূর্তে বিতর্কিত এক ঘটনার কারণে ম্যাচটি শেষ হয় তিক্ততায়। স্টপেজ টাইমে লিভারপুল ডিফেন্ডার কনর ব্র্যাডলি হাঁটুর চোট নিয়ে টাচলাইনের কাছে পড়ে গেলে আর্সেনাল বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি তাকে মাঠের বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এতে লিভারপুল শিবিরে ক্ষোভ ছড়ায়। মার্তিনেল্লিকে হলুদ কার্ড দেখানো হয় এবং ব্র্যাডলিকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
টানা পাঁচটি লিগ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী আর্সেনাল এই ম্যাচে নামে বড় সুযোগ নিয়ে, কারণ এর আগেই ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা পয়েন্ট হারিয়েছিল। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচ অপরাজিত থাকা লিভারপুলকে নামতে হয় স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই, কারণ হুগো একিতিকে দলে ছিলেন না। ফলে কোচ আর্নে স্লটকে ফরোয়ার্ডবিহীন একাদশ সাজাতে হয়।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল। তবে সবচেয়ে বড় সুযোগটি পায় লিভারপুল। ডেভিড রায়া ও উইলিয়াম সালিবার ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে কনর ব্র্যাডলির চিপ শট ক্রসবারে লেগে ফিরে আসে। আর্সেনাল একের পর এক ক্রস তুললেও বক্সে কার্যকর ফিনিশারের অভাব স্পষ্ট ছিল।
দ্বিতীয়ার্ধে লিভারপুল আরও গোছানো ও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা বেশি হুমকি তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।
ড্রয়ের ফলে আর্সেনাল লিগ টেবিলের শীর্ষে থেকেই ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে রইল। লিভারপুল অবস্থান করছে চতুর্থ স্থানে।
সুত্র বিবিসি