ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সরকার তথাকথিত “অশান্তি সৃষ্টিকারীদের” বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশটির অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর থেকে টানা প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। শত শত মানুষ রাস্তায় নামায় কর্তৃপক্ষ ব্যাপকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় এবং টেলিফোন যোগাযোগেও কড়াকড়ি আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। বিবিসি নিহত ২২ জনের পরিচয় ও মৃত্যুর খবর স্বাধীনভাবে নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ ছয়জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে।
খামেনি বিক্ষোভকারীদের “ভাঙচুরকারী একটি দল” হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়ে পরিস্থিতি আরও উসকে দিচ্ছেন।
বিবিসি পারসিয়ান ও বিবিসি ভেরিফাই দলের সহায়তায় বিবিসি এখন বিক্ষোভ পরিস্থিতি নিয়ে নতুন করে সর্বশেষ খবর ও বিশ্লেষণ তুলে ধরছে।