যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের একদল সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তির সমন্বয়ে গঠিত সংগঠন “সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষা ও মানবকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় সংস্থাটির উদ্যোগে ‘পঁচিশের স্বাবলম্বী’ নামে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়। এ প্রকল্পের লক্ষ্য—সার্কেল ২৫ এলাকার ১১টি গ্রামের আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারগুলোর স্বাবলম্বিতা ফিরিয়ে আনা।
প্রকল্পের আওতায় মোট ১৫০টি দেশীয় উন্নত জাতের “ব্ল্যাক বেঙ্গল” ছাগল তিন ধাপে বিতরণ করা হবে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম ধাপে অর্ধশতাধিক ছাগল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রেজারার জামিল আহমেদ, ফান্ডরেইজিং সেক্রেটারি আকিক মিয়া প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন প্রেসিডেন্টশিয়াল মেম্বার সালেহ আহমদ এবং পরিচালনা করেন সমাজসেবক জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
শিক্ষানুরাগী মাওলানা শেখ জাকারিয়া, সমাজসেবক আবুল বশর সুনু মিয়া, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ, সমাজসেবক লিটন আহমদ তালুকদার, তেঘরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ জুনায়েদ সিদ্দিকী, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুস সালাম মোরাদাবাদী, সমাজকর্মী শাহিন তালুকদার, আব্দুল লতিফ, শিপন আহমদ, সৈয়দ হিলাল আহমদ, আবু তাহের, শাহিন আহমদ তালুকদার, শাহানুর আহমদ, আব্দুল ওয়াদুদ, জঙ্গীনুর আহমদ জিবান, নাঈম মোশাররফ ও এনামুল হক শিপু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কামাল আহমদ।
সংস্থার সাধারণ সম্পাদক ওমর মেহেদী রুনু সুদূর যুক্ত রাজ্য থেকে জানিয়েছেন “পঁচিশের স্বাবলম্বী কর্মসূচির লক্ষ্য হলো এলাকার মানুষকে শুধু দানের ওপর নির্ভরশীল না রেখে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। প্রথম ধাপের মতো আরও দুটি ধাপে মোট ১৫০টি পরিবারকে আমরা ছাগল উপহার দেব।”
উপস্থিত সবাই এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।