চাঁদাবাজদের কারণে নিরীহ মানুষের শান্তি নেই: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে দেশের নিরীহ মানুষের শান্তি ও নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “সমাজের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। একজন সাধারণ ভিক্ষুক পর্যন্ত দুর্নীতির কবলে পড়ছে। এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীর কারণেই মানুষের জীবন, ইজ্জত ও সম্পদের নিরাপত্তা নেই।”

মঙ্গলবার রাতে ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, “চাঁদাবাজরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ভিক্ষুক। তাদের রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই। এসব দুর্নীতিবাজ চাঁদার টাকা বিদেশে পাঠিয়ে বেগম পাড়া গড়ে তোলে, আর এ দেশের মানুষ দুঃখ-কষ্টে দিন কাটায়—এটা আর চলতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “বিজয়ের মাস ডিসেম্বর। স্বাধীনতার ৫৪ বছর পরও এ দেশে মানুষের জীবন, সম্মান, শান্তি—কিছুই নিশ্চিত নয়। এই পচে যাওয়া সমাজকে বদলে দিতেই হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ—নিজেও দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না।”

সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেকে প্রশ্ন করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করবে কে? আমি বলি—এসো, আমরা সবাই এগিয়ে আসি। সমাজকে এভাবে চলতে দেওয়া যায় না।”

মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়

এর আগে মঙ্গলবার সকালে ডা. শফিকুর রহমান মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সময় কাটান। চলতি বছরের ২১ জুলাই একটি যুদ্ধবিমান উড্ডয়নের অল্পক্ষণ পর ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে বিধ্বস্ত হলে বহু হতাহতের ঘটনা ঘটে।

নিজের অসুস্থতার কারণে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই।”