ভারী তুষারপাতে যুক্তরাজ্য বার্মিংহাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

স্টর্ম গোরেট্টির প্রভাবে ভারী তুষারপাত শুরু হওয়ায় বার্মিংহাম বিমানবন্দরে সব ধরনের রানওয়ে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আপডেটে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কর্মী ও যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তুষারপাতের কারণে সড়ক ও রেল যোগাযোগেও ব্যাপক প্রভাব পড়েছে। বার্মিংহামের এ৩৮ ব্রিস্টল রোডের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি বাস সড়কে আটকে পড়ার খবর পাওয়া গেছে। কিংস হিথ এলাকায় ধারণ করা ভিডিওতে তুষারে ঢাকা সড়কে গাড়ি ও বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যেতে দেখা গেছে।

মেট অফিস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত মিডল্যান্ডসের বড় অংশ এবং ওয়েলসের অধিকাংশ এলাকায় অ্যাম্বার সতর্কতা জারি রয়েছে। কোনো কোনো এলাকায় তুষারপাতের পরিমাণ ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

ওয়েস্ট মিডল্যান্ডস রেলওয়ে ও নেটওয়ার্ক রেল যাত্রীদের ভ্রমণের আগে যাত্রা সংক্রান্ত তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, বরফ জমে যাওয়ায় ট্রেন নিরাপদে চলাচলে সমস্যা হতে পারে এবং এতে বিলম্ব দেখা দিতে পারে।

নেটওয়ার্ক রেল জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের কিছু রুটে সীমিত সময়সূচিতে ট্রেন চলবে। শুক্রবার ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের আগেভাগে পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিলটার্ন রেলওয়ে জানিয়েছে, শুক্রবার যাত্রীদের জন্য উল্লেখযোগ্যভাবে কম সংখ্যক ট্রেন চলাচল করবে।