আতশবাজির ঝলকে নতুন বছর ২০২৬ বরণ করল লন্ডন
নতুন বছরকে বরণ করতে লন্ডনে অনুষ্ঠিত হলো ইতিহাসের সবচেয়ে বড় আতশবাজির শো, যেখানে ১২ হাজার আতশবাজি ফোটানো হয়। টেমস নদীর তীরে জমায়েত হয় প্রায় এক লাখ দর্শক। স্কটল্যান্ডের এডিনবরায় ঐতিহ্যবাহী হগম্যানাই উদযাপনও ছিল চোখে পড়ার মতো। বিগ বেনের ঘণ্টাধ্বনির সঙ্গে লন্ডন আই হয়ে ওঠে ইউরোপের অন্যতম বৃহৎ আতশবাজির কেন্দ্র। তবে উৎসবের আনন্দের মাঝে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, আর্কটিক শীতপ্রবাহের সম্ভাবনা নিয়ে উদ্বেগও রয়েছে।