আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় জীবনের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতি জাতীয় সম্ভাবনাকে গ্রাস করছে এবং জনগণের অধিকার লঙ্ঘন, প্রশাসনিক অকার্যকারিতা ও সামাজিক বৈষম্যের মূল কারণ এই দুর্নীতি।
ডা. শফিকুর রহমান জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী স্বচ্ছ, নৈতিক ও পরিচ্ছন্ন রাজনীতির পক্ষে কাজ করে আসছে এবং সব ধরনের অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে দেশের নতুন যাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ ন্যায়, সততা, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়—যেখানে ক্ষমতার বদলে যোগ্যতা এবং স্বজনপ্রীতির বদলে সৎ মেধার প্রতিফলন ঘটবে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, একটি আধুনিক, স্বচ্ছ, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে, যা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেবে।
তিনি দেশের জনগণ, রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, তরুণ প্রজন্ম ও প্রশাসনের সব স্তরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান—জুলাই বিপ্লবের চেতনায় এক হয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে এবং জনবান্ধব নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে।