হাদি হত্যার বিচারে উত্তাল সিলেট: রাজপথ না ছাড়ার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ মো. ওসমান হাদি হত্যার বিচার চেয়ে এবার সিলেটে রাজপথে নেমেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বিক্ষোভকারীদের দাবি একটাই—হাদি হত্যার মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের এতদিন পেরিয়ে গেলেও প্রধান আসামিকে কেন ধরা যাচ্ছে না, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ঘটনার পেছনে কারা ছিল, সে বিষয়ে প্রশাসনের স্পষ্ট ব্যাখ্যার দাবি জানান তারা। অবস্থান ধর্মঘট থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ পড়ে রিকশায় ফেরার পথে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। পরে, গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ছাত্রনেতা।