সাদাপাথর লুটার সেই সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি

সিলেটের আলোচিত সাদাপাথর লুটের ঘটনার জেরে বহিষ্কৃত হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। ফিরিয়ে দেওয়া হয়েছে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ পদবি।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে আরোপিত সব স্থগিতাদেশ প্রত্যাহার করে তার সব পদ-পদবি পুনর্বহাল করা হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে সাদাপাথর লুটের ঘটনা দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। এরপরই চাঁদাবাজি, দখলবাজিসহ দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে এবং তাকে বহিষ্কার করা হয়।

২০২৫ সালের ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তার সব পদ স্থগিতের চিঠি পাঠানো হয়। একই বছরের ১৩ সেপ্টেম্বর সিলেট শহরের আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। পরে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে মামলামোকদ্দমা চলার মাঝেই ২৩ নভেম্বর ২০২৫ তিনি জামিন পান।

জামিনে মুক্তি পাওয়ার পর নিজ এলাকায় ফিরে গেলে তাকে সংবর্ধনা দেয় ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ, যার সভাপতি তিনি নিজেই।

সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।