অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি সিলেট সফরে আসবেন। সফরের শুরুতে তিনি হজরত শাহজালাল রহ. ও হজরত শাহপরাণ রহ.-এর মাজার জিয়ারত করবেন। এরপর সুনামগঞ্জে একটি জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটি হবে তারেক রহমানের প্রথম সফর। দীর্ঘ ১৯ বছর পর তিনি সিলেট সফরে আসছেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ২২ জানুয়ারি বিএনপির প্রচলিত রীতি অনুযায়ী দুই ওলির মাজার জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি সুনামগঞ্জে যাবেন। সেখানে কর্মসূচি শেষে বিকেলে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও অতীতে ওলি আউলিয়াদের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতেন। সেই ধারাবাহিকতাই বজায় রাখছেন তারেক রহমান। এদিকে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন জানান, সুনামগঞ্জ শহরের বালুর মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। একই দিনে ফেরার পথে তিনি শান্তিগঞ্জ উপজেলা সদর, ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট ও বিশ্বনাথের লামাকাজী পয়েন্টে আয়োজিত তিনটি পথসভায় বক্তব্য রাখবেন।
পরে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নেবেন। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জে একটি জনসভায় যোগ দেওয়ার কথাও রয়েছে বিএনপি চেয়ারম্যানের। বিএনপির নেতারা আশা করছেন, সিলেট ও সুনামগঞ্জের এই সফরের মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচারণা নতুন গতি পাবে।