গ্রোক এআই ডিপফেক ঠেকাতে নতুন আইন কার্যকর করছে যুক্তরাজ্য
এলন মাস্কের গ্রোক এআই চ্যাটবট ঘিরে উদ্বেগের প্রেক্ষাপটে চলতি সপ্তাহেই নতুন আইন কার্যকর করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। এই আইনের মাধ্যমে সম্মতি ছাড়া অন্তরঙ্গ ছবি তৈরি করাকে অবৈধ ঘোষণা করা হবে।
টেকনোলজি সেক্রেটারি লিজ কেন্ডাল জানান, শুধু এ ধরনের ছবি তৈরি নয়, বরং সেগুলো তৈরির জন্য ব্যবহৃত টুল সরবরাহ করাও অপরাধ হিসেবে গণ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি হাউস অব কমন্সে বলেন, নারীদের ও শিশুদের সম্মতি ছাড়া তৈরি এআই-জেনারেটেড অশালীন ছবি কোনোভাবেই নিরীহ নয়, বরং এগুলো নির্যাতনের অস্ত্র।
এদিকে, …